Thursday, November 13, 2025
HomeEntertainmentমঞ্চে পেয়ে নায়িকা হওয়ার আবদার ফারিণের, কি বললেন শাকিব...

মঞ্চে পেয়ে নায়িকা হওয়ার আবদার ফারিণের, কি বললেন শাকিব…

প্রথমবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে তাসনিয়া ফারিণের। ‘ইনসাফ’ নামের সেই ছবিটি এবারের ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে মেরিল–প্রথম আলো মঞ্চে প্রথমবার উপস্থাপনা করছেন এই অভিনয়শিল্পী। ফারিণের উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে উপস্থিত সবার মাঝে। উপস্থাপনার ফাঁকে এদিন একই মঞ্চে পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এত বড় মঞ্চে কাছে পেয়ে সুযোগটাও যেন হাতছাড়া করতে চাইলেন না তাসনিয়া ফারিণ। মজাচ্ছলে আবদার করে বসেন শাকিব খানের কাছে।

মেরিল–প্রথম আলো পুরস্কার মঞ্চে এদিন উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোও। দুজনের মজার উপস্থাপনায় আগত অতিথিরা আনন্দে মেতেছিলেন। মঞ্চে তখন আফজাল হোসেন, জুয়েল আইচ ও শাকিব খান।

‘তুফান’–এ অভিনয়ের জন্য সেরা নায়কের পুরস্কারপ্রাপ্তির অনুভূতি শেষে মঞ্চ ছাড়ছিলেন শাকিব খান। তখন মাইক্রোফোনে কথা বলতে বলতে শাকিবের নামা থামিয়ে দেন।

শাকিবকে পেয়ে মজাচ্ছলে ফারিণ বলেন, ‘ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’ পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে তখন আফরান নিশো বলেন, ‘তাই, না? এখন তাঁকে দেখে কাজ করতে হবে?’ নিশোকে জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সঙ্গে কাজ করা কি থাকে কারও স্বপ্ন?’

পাশ থেকে হাসিমুখে ফারিণের উদ্দেশে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’ কথা প্রসঙ্গে শাকিব বললেন, ‘আগামী ঈদে আমার “তাণ্ডব” সিনেমা মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। “প্রিয়তমা” দিয়ে দেশি সিনেমার বিদেশে যে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে “তুফান” দিয়ে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, “তাণ্ডব”ও তা–ই হবে।’

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments