Thursday, November 13, 2025
HomeSportsআবরারের রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

আবরারের রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

শ্রীলঙ্কা সফরে চতুর্থ ওয়ানডেতে ফের জ্বলে উঠলেন জাওয়াদ আবরার। টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের পুঁজি ৮ উইকেটে ৩৩৬। ওপেনিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন আবরার। সেই সঙ্গে যুব ওয়ানডের একটি রেকর্ডও করলেন নিজের নামে।

আজ কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ১১৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেন এই জুনিয়র টাইগার ওপেনার। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার আবরার। তার আগে ওপেনিংয়ে নেমে দু’টি করে সেঞ্চুরি আছে অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসানের। এদিন ওপেন করা আবরার আউট হন তৃতীয় উইকেট হিসেবে, দলের খাতায় তখন রান ২২২। পরের উইকেটে রিজান হোসেন আউট হন ৭৭ বলে ব্যক্তিগত ৮২ রানের ইনিংস খেলে। শেষ দিকে ৯ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ব্যক্তিগত ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাইমুন বশির। লঙ্কান যুবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাসিথ নিমসারা, দু’টি নেন থারুশা নাভোদায়া।

ছয় ম্যাচের সিরিজে প্রথম তিনটির মধ্যে দু’টিতেই জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচেও জয় তুলে নিতে পারলে সিরিজ জয়ের থেকে স্রেফ এক কদম দূরে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। সেক্ষেত্রে পরের দুই ম্যাচের একটিতে জিততে পারলেই সিরিজ জিতবে জুনিয়র টাইগাররা। 

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments