ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিবাহিত জীবন বর্ণময়। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এই প্রযুক্তি ধনকুবেরের সন্তান মোট ১৪টি; তাঁর সন্তানের মা মোট তিনজন নারী। ২০০০ সালে মাস্ক প্রথম বিয়ে করেছিলেন তাঁর বিশ্ববিদ্যালয়ের প্রেমিকা জাস্টিন মাস্ককে। তাঁদের ছয় সন্তানও রয়েছে; কিন্তু ২০০৮ সালে সম্পর্ক ভেঙে যায়। পরে মাস্ক আবার প্রেমে পড়েন ইংরেজ অভিনেত্রী টালুলাহ রাইলির। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়; কিন্তু দুই বছরের মধ্যেই ২০১২ সালে বিচ্ছেদ ঘটে। অবাক করা বিষয়, ২০১৩ সালে তাঁরা আবার এক হয়ে যান এবং দ্বিতীয়বার বিয়ে করেন। তবে ২০১৬ সাল থেকে স্থায়ীভাবে আলাদা হয়ে যান। মাস্ক বর্তমানে বৈবাহিক সম্পর্কে নেই।

